যুবদলের পরিচয়ে বিএনপির সাবেক মহাসচিবের পুত্রবধূর কাছে চাঁদা আদায়


যুবদলের পরিচয়ে বিএনপির সাবেক মহাসচিবের পুত্রবধূর কাছে চাঁদা আদায়

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুলের কাছ থেকে যুবদল পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নয়াটোলা গ্রীনওয়ে এলাকার ৬৫৩ নম্বর বাসার ৪র্থ তলার ৪/বি ফ্ল্যাটে গিয়ে শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) নামে চার যুবক নিজেকে যুবদলের কর্মী পরিচয় দিয়ে মিতুলের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ২০ হাজার টাকার একটি চেক আদায় করেন।

তানজিন হামিদ মিতুল জানান, তার বড় বোন শারমিন ওয়াদুদ নিপা ফোন করে জানান “তার জরুরি ভিত্তিতে এক লাখ টাকা প্রয়োজন।” রাত ১১টা ২০ মিনিটে মিতুল ফ্ল্যাটে গিয়ে চার যুবককে উপস্থিত দেখতে পান। তাদের প্রশ্ন করলে শাওন কোমরের অস্ত্র দেখিয়ে কোপানোর ভয় দেখান এবং ফ্ল্যাট খালি করার হুমকি দেন।

তিনি বলেন, “ভয়ে আমি রাতে মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দেই এবং আরও ২০ হাজার টাকার একটি চেকের (চেক নং ৪১০৩১৭৩) মাধ্যমে দেই। আমি আমার শ্বশুর খন্দকার দেলোয়ার হোসেনের পরিচয় দিয়েছি। আমার স্বামী খন্দকার আবদুল হামিদ ডাবলু এবং দেবর আকতার হামিদ পবনের পরিচয়ও দিয়েছিলাম। এরপরও তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে।”

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করেছেন এবং তাদের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে। মামলা রেকর্ডের জন্য ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে।

প্রসঙ্গত, খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন এবং পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন এবং জাতীয় সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×