হজের টাকা জমা দেওয়ার জন্য শনিবার ব্যাংক খোলা


হজের টাকা জমা দেওয়ার জন্য শনিবার ব্যাংক খোলা

হজযাত্রীদের অর্থ জমার সুবিধার্থে আসন্ন শনিবার, ১১ অক্টোবর, সাপ্তাহিক ছুটি সত্ত্বেও নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সেদিন পূর্ণ কার্যদিবস চালু রাখার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে সোমবার, ৬ অক্টোবর জারি করা এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এই নির্দেশনা পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ১১ অক্টোবর শনিবার পূর্ণদিন ব্যাংক খোলা রাখতে হবে। এছাড়া, রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হওয়ার দিন, ১২ অক্টোবর পর্যন্ত, হজযাত্রীদের অর্থ জমা দিতে অতিরিক্ত সময় লাগলে, তা গ্রহণে ব্যাংকগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে হজ পালনে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে এবং তা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। নিবন্ধনের জন্য প্রত্যেককে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হচ্ছে। আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

এবার বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি নির্দিষ্ট প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার ব্যয় নির্ধারিত হয়েছে ৫ লাখ ১ হাজার ১৮৫ টাকা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে। এতে অংশ নিতে পারবেন ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি।

প্যাকেজের পুরো অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। হজ চুক্তি স্বাক্ষর হবে ৯ নভেম্বর, বাড়িভাড়া ও পরিবহন সংক্রান্ত চুক্তি করতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। হজ ভিসা ইস্যুর কাজ শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে এবং হজ ফ্লাইট চালু হবে ১৮ এপ্রিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×