তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে


তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন কারাগারে

রাজধানীর শাহজাহানপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে জানান, আসামিকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও মামলার মূল নথি উপস্থিত না থাকায় শুনানি হয়নি। পরে আদালত স্বপনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বপনকে রাত ১২টা ৪০ মিনিটে শাহজাহানপুর থানার গুলবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলায় বলা হয়, গত ১৮ মে বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০–৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। এই ঘটনায় শাহজাহানপুর থানায় ১৯ মে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×