ছাগলকাণ্ডের মতিউর রহমানের জামিন নামঞ্জুর


ছাগলকাণ্ডের মতিউর রহমানের জামিন নামঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত মামলায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মতিউর রহমানের জামিন আবেদন বাতিল করেছেন আদালত।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় দুদকের পক্ষে করা রিমান্ড আবেদনের শুনানির পর আদালত জামিন না মঞ্জুর করেন।

ঘটনার দিন বেলা ১২টার দিকে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। হাজিরার সময় তাকে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। এরপর মতিউরের পক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) শুনানিতে অংশ নিয়ে জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।

এ মামলার তদন্তে উঠে আসে, মতিউর রহমান নিজের সম্পদের হিসাব গোপন করেছেন এবং তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হয়েছেন। গত বছরের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মতিউর রহমান এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একইসঙ্গে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৫ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়, যা জনসাধারণের মাঝে ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিত হয়ে ওঠে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×