সাবেক এমপি মুক্তির ১০ দিনের রিমান্ড আবেদন


সাবেক এমপি মুক্তির ১০ দিনের রিমান্ড আবেদন

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি বিএম কবিরুল হক মুক্তি (৫৫) এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোজাম্মেল হকের (৬৭) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার গুলশান থানার উপপরিদর্শক মো. আব্দুস সালাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। দুপুরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানার আওতাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে একটি সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। তারা রাষ্ট্রবিরোধী উসকানিমূলক স্লোগান দেন এবং চলন্ত যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন, যার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর গুলশান থানার উপপরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএম কবিরুল হক মুক্তি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে জয়ী হন। স্থানীয় আধিপত্য নিয়ে হামিদপুর ইউনিয়নের হাসিম হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগ রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×