স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে


স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

স্বাস্থ্য খাতে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে আলোচনার কেন্দ্রে আসা ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রিমান্ডের এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১০ সেপ্টেম্বর মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান। মামলার পরদিন রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

পরবর্তী দিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় দুদক। তবে আদালত তাৎক্ষণিকভাবে রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান এবং ১৮ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।

বৃহস্পতিবারের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম ও বোরহান উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে সওয়াল করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মোতাজ্জেরুল ইসলাম মিঠু লেক্সিকোন মার্চেন্ডাইস এবং টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মালিক। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কৃষিজমি, প্লট, ফ্ল্যাট ও বাড়িসহ মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ সংগ্রহ করেছেন।

এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার, বিলাসবহুল গাড়ি, ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ আরও ৫৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৩৮ টাকার অস্থাবর সম্পদের তথ্যও পাওয়া গেছে। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৭৩৮ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, মিঠুর পরিবারভিত্তিক ব্যয় হিসাব অনুযায়ী অতিরিক্ত ৭১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৪৩৪ টাকা খরচের তথ্য পাওয়া গেছে। যার ফলে তার সম্পদ ও পারিবারিক ব্যয় মিলিয়ে মোট আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ১৭২ টাকা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×