জরিমানা ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়: ফয়েজ আহমদ তৈয়্যব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫০ এম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য শ্রেণিবিভাগ, সমন্বিত উদ্যোগ, জরিমানা ব্যবস্থা এবং সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তার মতে, জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ভালো হয় না।
সোমবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) অডিটোরিয়ামে আয়োজিত পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ কর্মসূচি আয়োজন করে সিআইইউ ও ইয়ংওয়ান করপোরেশন, সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরিমানা চালু করলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় মানসম্মত পরিবর্তন আসবে। মানুষ ইচ্ছেমতো বর্জ্য ফেলবে, আর সিটি করপোরেশন সারাদিন পরিষ্কার করবে এটা সম্ভব নয়। চট্টগ্রাম দেশের একটি ইউনিক শহর, এখানে সচেতন নাগরিক সমাজ আছে। তারা প্রাণবন্ত এবং দায়িত্বশীল।
তিনি আরও উল্লেখ করেন, ঘনবসতিপূর্ণ নগর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা একটি অগ্রাধিকার পাওয়া বিষয়। সমাধানে তিনটি মূলনীতি সহনীয়, পুনঃচক্র এবং পুনঃব্যবহার বাস্তবায়ন করতে হবে। তার ভাষায়, বর্জ্যের শ্রেণিবিভাগ ছাড়া টেকসই ব্যবস্থাপনা সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাক সুং এবং সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।
এ সময় সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী নগর পরিচ্ছন্নতা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য এক র্যালি সিআইইউ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট ও চেরাগী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।