ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান সৌদি আরবের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:০০ এম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন, আমরা সব দেশকে আহ্বান জানাই, তারা যেন একই ধরনের ঐতিহাসিক উদ্যোগ নেয়, যা দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন জানাতে বড় ভূমিকা রাখবে।
সৌদি আরবের এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।