ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান সৌদি আরবের


ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান সৌদি আরবের

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন, আমরা সব দেশকে আহ্বান জানাই, তারা যেন একই ধরনের ঐতিহাসিক উদ্যোগ নেয়, যা দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন জানাতে বড় ভূমিকা রাখবে।

সৌদি আরবের এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×