সাবেক মেয়র তাপসের সহযোগী টুটুকে ২ দিনের রিমান্ড


সাবেক মেয়র তাপসের সহযোগী টুটুকে ২ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় আব্দুল্লা সিদ্দিক হত্যা মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাবের আদালত এ রিমান্ড আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক ফজলুল হক খান টুটুর সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকা থেকে টুটুকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলার তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করছিলেন আব্দুল্লা সিদ্দিক। বিকাল ৩টা ৪৫ মিনিটে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×