নির্বাচনের আগে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় ইসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। আমরা কমিশনের কাছে ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরুর বিষয়ে অনুমোদন চেয়েছি। সম্ভাব্য এ সময় থেকে আলোচনা শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানো হবে।
তবে এবারের আলোচনায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৫ অক্টোবর।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক থেকে দেড় মাসব্যাপী ধারাবাহিক সংলাপ চলবে। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অক্টোবরেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কারা আমন্ত্রিত হবেন তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। আলোচনার অন্তত এক সপ্তাহ থেকে ১০ দিন আগে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সেখানে কতজন প্রতিনিধি আসবেন ও লিখিত মতামত জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা থাকবে। সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় নিয়ে অক্টোবরজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালানোর পরিকল্পনা রয়েছে।
এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশনের জন্য এটি হবে প্রথম সংলাপ আয়োজন। নির্বাচনি আইন সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোট সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার টেবিলে আসবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সম্প্রতি বলেছেন, রোডম্যাপে যে সময় রয়েছে, সে অনুযায়ী এ মাসের শেষ দিকে শুরু করবো। ইসি সচিবালয় এটা জানিয়ে দেবে। দুয়েক দিন এদিক-ওদিক হতে পারে, তবে রোডম্যাপ অনুসরণ করেই এগোবো।