এনসিপি শাপলা পাবে না, বিকল্প প্রস্তাব দিতে হবে: ইসি সচিব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দাবি করা শাপলা প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। দলটিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটা জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই (বিধিমালায় প্রতীকটি নেই)। তো এখন নিষ্পত্তি হবে দু'পক্ষের সম্মতিতে।
এনসিপির শাপলা প্রতীক থেকে না সরে আসার অবস্থানের বিষয়ে তিনি বলেন, আমাদের ১১৫টা প্রতীকের যে শিডিউল করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে, সংরক্ষিত প্রতীকগুলোর ভেতর থেকেই নিতে হবে। যদি সেখানে শাপলা না থাকে, তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?
ইসি সচিবের ব্যাখ্যা অনুযায়ী, প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শুধুমাত্র তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এই কাঠামোর বাইরের কোনো প্রতীক বরাদ্দের সুযোগ নেই।