জুলাই হত্যাযজ্ঞ
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৩৮ এম, ১৮ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (১৮ আগস্ট) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
এদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে।
এর আগে ৬ আগস্ট তৃতীয় দিনের শুনানিতে রিনা মুর্মু ও এ কে এম মঈনুল হক নামে দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মামলায় মোট পাঁচজন সাক্ষ্য দিয়েছেন, যারা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বিচার দাবি করেছেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ১৪০০ জন ছাত্র ও জনতাকে হত্যার পরিকল্পনা, উসকানি ও প্ররোচনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন জড়িত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৪ জুলাই ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়া, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, রংপুরে আবু সাঈদের হত্যা, চানখাঁরপুলে আনাসসহ ছয় শিক্ষার্থীর হত্যা এবং আশুলিয়ায় ছয় মরদেহ দাহ করা।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্ররোচনা, উসকানি, অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা এবং ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।