ডা. ইকবালের প্রিমিয়ার ব্যাংক থেকে ২৮৭ কোটি তোলার চেষ্টা ব্যর্থ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের কোম্পানির জব্দকৃত ব্যাংক হিসাব থেকে ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিষয়টি আটকে দেয়।
জানা গেছে, রাজধানীর বনানী শাখা থেকে ওই অর্থ তুলতে ইকবাল বিভিন্নভাবে উদ্যোগ নেন এবং এতে ব্যাংকের কিছু কর্মকর্তা তাকে সহযোগিতা করার চেষ্টা করেন। তবে বিএফআইইউর নজরদারিতে তা সম্ভব হয়নি।
এর আগে গত এপ্রিল মাসে তিনি ওই হিসাব থেকে ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার ডলার তুলতে সক্ষম হন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা করে বিএফআইইউ।
বিএফআইইউর তথ্যমতে, ইকবাল ও তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি, প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট, ইকবাল সেন্টার, প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি এবং বুখারা রেস্টুরেন্টের নামে বনানী শাখায় একাধিক হিসাব রয়েছে। এসব হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য প্রায় সাড়ে ৩০০টি চেক বিভিন্ন ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। প্রতিটি চেকের মাধ্যমে গড়ে ৮০ লাখ টাকা করে তোলার চেষ্টা করা হয়।
কিন্তু বিএফআইইউর নির্দেশে এসব লেনদেন স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ডা. এইচ বি এম ইকবাল, তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ।