রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে আনিসুল এবং সালমান এফ রহমানকে


রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে আনিসুল এবং সালমান এফ রহমানকে

১০ দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। দুপুরের পর ডিবি কার্যালয় থেকে তাদের নেয়া হবে ঢাকার সিএমএম কোর্টে।

গেল ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আদালতে তোলা হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন। ছুড়ে মারেন বিভিন্ন জিনিস। জনাকীর্ণ এজলাসে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান নিহত হন। নিউমার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান ও আনিসুল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×