রোববার সাক্ষ্য নিতে রংপুর যাচ্ছে তদন্ত কমিশন


News Defalt/sakko.jpg

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আবু সাঈদসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় সাক্ষ্য নিতে তিন সদস্যের বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন আগামী রোববার (৪ আগস্ট) রংপুর যাচ্ছে। তদন্ত কমিশনের সদস্যরা হলেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

শনিবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন কমিশনকে সাচিবিক সহায়তাদানকারী কর্মকর্তা আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমিনুল ইসলাম।

সোমবার (৫ আগস্ট) সকাল নয়টা থেকে রংপুর সার্কিট হাউজে নিহত আবু সাঈদের বিষয়ে, ৬ তারিখ সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন ও মানিক মিয়ার বিষয়ে, ৭ তারিখ মেরাজুল ইসলাম ও আব্দুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য নেবে তদন্ত কমিশন।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান জানিয়েছিলেন, ১৮ জুলাই এক গেজেট এক সদস্য বিশিষ্ট কমিশন করা হয়েছিল। নতুন গেজেটে তিন সদস্যের কমিশন করা হয়েছে। এতে আগের গেজেট বাতিল করা হয়েছে। কাজের পরিধি ও সময় বেড়েছে। এখন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহতদের মৃত্যুর কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে। ৪৫ কর্ম দিবসের মধ্যে এ প্রতিবেদন দিতে হবে। এর অংশ হিসেবে আগামী ৪ তারিখ কমিশন রংপুর যাবে।

সোমবার সকাল নয়টা থেকে রংপুর সার্কিট হাউজে নিহত আবু সাঈদের বিষয়ে, ৬ তারিখ সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন ও মানিক মিয়ার বিষয়ে, ৭ তারিখ মেরাজুল ইসলাম ও আব্দুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য নেবে তদন্ত কমিশন। জনসাধারণ সার্কিট হাউজে এসে এ বিষয়ে তথ্য দিতে পারবে। আর একটি ই-মেইল অ্যাড্রেস চালু করা হয়েছে। সেখানেও বক্তব্য পাঠাতে পারবে। রংপুর থেকে শুরু করে ক্রমান্বয়ে সব জায়গায় যাবো বলে জানান হাইকোর্ট বিভাগের এই বিচারপতি।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×