কুমিল্লায় সৎমাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে


কুমিল্লায় সৎমাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে

কুমিল্লার চান্দিনায় এক যুবক ঘুমন্ত সৎমাকে কুপিয়ে হত্যা করেছে, ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর সে পলাতক রয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম (৪৫) শাহিন মুন্সির সৎমা ছিলেন।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, হালিমা বেগম শাহিনের পিতার, এমদাদ মুন্সীর, তৃতীয় স্ত্রী ছিলেন। এমদাদ মুন্সীর প্রথম স্ত্রী মারা যাওয়ার তিন বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন, তবে সৎ সন্তানের নির্যাতনের কারণে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে যান। এরপর তিন মাস আগে তৃতীয়বার হালিমা বেগমকে বিয়ে করেন।

তৃতীয় বিয়ের পরও পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয়রা জানান, শাহিন দীর্ঘদিন ধরে সৎমাকে অপছন্দ করতেন, প্রায়ই ঝগড়া করতেন ও হুমকি দিতেন। তার মানসিক অবস্থা কিছুটা অস্থির ছিল এবং সে বিশ্বাস করত, নতুন মা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধই হত্যার মূল কারণ।

নিহতের স্বামী এমদাদ মুন্সী বলেন, “রাত প্রায় ১১টার দিকে আমি বাইরে যাই। তখন আমার স্ত্রী ঘুমাচ্ছিলেন এবং শাহিন পাশের ঘরে ছিলেন। সে সুযোগ নিয়ে রুমে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে আঘাত করে। পরে আমি তাকে রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রথমে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।”

ওসি জাবেদ উল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। শাহিন মুন্সি বর্তমানে আত্মগোপনে রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×