বিএনপি কর্মীর বাড়ি থেকে বন্দুক-অস্ত্র উদ্ধার, র‍্যাবের অভিযানে আটক ২


বিএনপি কর্মীর বাড়ি থেকে বন্দুক-অস্ত্র উদ্ধার, র‍্যাবের অভিযানে আটক ২

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে এক বিএনপি কর্মীর বাড়ি থেকে বন্দুকসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মীসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি বন্দুক, একটি এয়ারগান, ১৫টি কিরিচ, ৪টি রামদা, ১১টি কার্তুজ, ৪টি কার্তুজের খোসা, ৩টি চাইনিজ কুড়াল, ৮টি লাঠি এবং ১৮টি আতশবাজি। এছাড়া অল্প পরিমাণ গাঁজা ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে ও স্থানীয় বিএনপি কর্মী মো. কামাল, এবং মৃত শফিউল আলমের ছেলে মো. সোহেলকে আটক করা হয়।

তবে আটক কামাল সাংবাদিকদের কাছে দাবি করেন, উদ্ধারকৃত অস্ত্র তার নয়। তিনি বলেন,

“এসব অস্ত্র কীভাবে আমার বাড়িতে এলো, আমি জানি না।”

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ স্থানীয় যুবদলের সঙ্গে যুক্ত থাকলেও, তাদের মৃত্যুর পেছনে আধিপত্য বিস্তার, বালু-মাটির ব্যবসা ও চাঁদাবাজির বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×