আড়াইহাজারে গ্রাম্য বিরোধে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুরে আহত ১০


আড়াইহাজারে গ্রাম্য বিরোধে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুরে আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুরনো গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা ওসি তদন্তের ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করে।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায়। ঘটনার পরপরই বৃহস্পতিবার সকালে সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে পাশের উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার বিকেলে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজিতে করে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা নুরু মিয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ঘটনার পরপরই নুরু মিয়ার সমর্থনে উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ওসি (তদন্ত) সাইফুদ্দিন সরকারি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়, এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন এবং সরকারি ডাবল কেবিন পিকআপটি ভাঙচুর করা হয়।

পরে অভিযান চালিয়ে পুলিশ সিয়াম (২০), তানভির (১৯), বিজয় (২০), ইমরান (২০), সাইদুল ইসলাম (৩০), রূপ মিয়া (৩৭) ও মাসুদ (২১) নামের সাতজনকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি উচিৎপুরা ও মর্দাসাদি গ্রামে।

ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, “এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।” তিনি আরও বলেন, পুলিশের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৩ থেকে ৪ শতজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×