জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার


জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন আল আমিন সৈকত (৩০)। ওই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার চাঁদপুর আদালতে দায়ের করা হয়।

গ্রেপ্তার আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা এবং ওই উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আল আমিন সৈকতকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা গেছে, জুলাই মঞ্চের ওই নেত্রীর সঙ্গে আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে সৈকত বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী ৫ অক্টোবর সৈকতের গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। দুই দিন ধরে চলা অনশনের পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

এরপর শনিবার ভুক্তভোগী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আল আমিন সৈকতকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম বলেন, “এ ঘটনা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি আমাদের গত মাসে জানানো হলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তদন্ত ছাড়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×