ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ মাদ্রাসাছাত্রী দগ্ধ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি মহিলা মাদ্রাসার পাশে ট্রান্সফর্মার বিস্ফোরণে আট ছাত্রী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সাতজনই শিশু। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
তিনি জানান, বুধবার দিনগত রাত ১২টার দিকে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল পৌনে চারটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীরা সবাই বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসার। তাদের রাত পৌনে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলো- সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।
দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার গণমাধ্যমকে বলেন, “আমরা জানতে পারি বুধবার বিকালের দিকে মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। আগুনের ফুলকি মাদ্রাসার ভেতর ঢুকে গেলে দগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়।
চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ ও আফরিন ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, “পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”