দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক


দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। অভিযানটি পরিচালনা করা হয় বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে।

আটককৃতরা হলেন মো. তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। অভিযানের সময় তাদের কাছ থেকে ব্যাপক পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নাওজোড় এলাকায় গতকাল মধ্যরাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং কিছু পরিমাণ গাঁজা।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন, "যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×