সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার


সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (বামে), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (ডানে)।

ভোলার মনপুরায় ভোররাতের বিশেষ অভিযানে স্থানীয় রাজনীতির দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ধরা পড়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। দুপুর ৩টার দিকে আটককৃতদের আদালতে হাজির করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মনপুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান রাসেদ মোল্লা এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. সোহেল মেম্বার। দুজনেরই বাড়ি মাষ্টারহাট এলাকায়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।”

তিনি আরও জানান, “২০২৪ সালের ৬ মার্চ বন বিভাগের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুটপাটের অভিযোগে করা হয়েছিল।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×