নোয়াখালীতে প্রকাশ্যে দিনে-দুপুরে যুবককে গলা কেটে হত্যা


নোয়াখালীতে প্রকাশ্যে দিনে-দুপুরে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে দিনের আলোয় প্রকাশ্য সড়কের ওপর সুব্রত নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। তবে এই মুহূর্তে হত্যাকাণ্ডের পেছনের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

গতকাল সোমবার, ১৩ অক্টোবর, দুপুর পৌনে দুইটার দিকে চরজব্বর উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিম দিকে পলোয়ান বাড়ির সামনের রাস্তায় এই মারাত্মক ঘটনাটি ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত সুব্রতর স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত ছিলেন। স্ত্রীকে কর্মস্থল থেকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সুব্রত সেদিন দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন। ধারণা করা হচ্ছে, পথে উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির কাছে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের পথরোধ করে। এরপর সেখানেই তাকে গলা কেটে এবং মাথায় কুপিয়ে হত্যা করে, মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, "স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। ওই সময় তার মোটরসাইকেলটি ঘটনা স্থলে পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে আসে।"

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া নিশ্চিত করেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, নিহতের গলা কাটা এবং মাথায় কোপের চিহ্ন রয়েছে। "কে বা কারা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে চলে যায়। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে," তিনি বলেন। ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×