মানিকগঞ্জে একদিনে পাঁচজনের মরদেহ উদ্ধার


মানিকগঞ্জে একদিনে পাঁচজনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে একদিনেই মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনের বিভিন্ন সময়ে এই মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকায় পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তিনতলা থেকে সোমবার দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, বিদেশে পাঠানোর কথা বলে আবু হানিফ বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, যা ফেরত দিতে না পারায় তিনি তীব্র মানসিক চাপে ছিলেন। এই চাপেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এছাড়া, সদর উপজেলার দিঘী ইউনিয়নের মেডিকেল কলেজ হাসপাতালের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

অপরদিকে, সিঙ্গাইর উপজেলার দেউলী গ্রামে রোজিনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার বিষপান করে আত্মহননের পথ বেছে নিয়েছেন।

অন্যদিকে, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে সোনা মিয়া নামে আরেক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুর্ঘটনার শিকার হয়েছেন সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় একটি কারখানার শ্রমিক রাসেল মাহমুদ। গতকাল রবিবার রাতে কারখানায় কাজ করার সময় ছাদ থেকে ড্রাম পড়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবিএম তৌহিদুজ্জামান নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×