আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে নই: সারজিস আলম
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০১ এম, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নযোগ্য হতে পারে। তবে নিম্নকক্ষে এনসিপি এই পদ্ধতির পক্ষে নয়।
সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "উচ্চকক্ষে যদি পিআর কার্যকর হয় এবং সফলতা পায়, ভবিষ্যতে মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষেও তা প্রযোজ্য হবে কি না। তবে এই মুহূর্তে আমরা কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে স্পষ্ট অবস্থান নিচ্ছি।"
সারজিস আলম আরও বলেন, বিচার, সংস্কার ও জুলাই সনদের অগ্রগতি সন্তোষজনকভাবে এগোলে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার পথ সুগম হবে এবং একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছে এনসিপি।
তিনি জানান, এনসিপিকে সংগঠিত করার কাজ চলমান রয়েছে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে সংসদে জনগণের প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের আলোচনা চলছে। তবে এককভাবেও নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। তিনি বলেন, "জোট হলেও আমরা ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামেই নির্বাচনে অংশ নেব এবং শাপলা প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করব।”