মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই


মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ অক্টোবর) আয়োজিত এই সম্মেলনে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ বিশ্বের প্রায় ৩৫ জন নেতার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটাতেই এই শান্তিচুক্তি করা হয়।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, "আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না; আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি ‘সবচেয়ে বড় চুক্তি’, যা শান্তির নতুন ভোর এনে দেবে।"

চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা হলেও, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটি টিকে থাকবেই।”

সূত্র: আলজাজিরা ও বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×