প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের বৈঠক


প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের বৈঠক

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) এক অনুষ্ঠানে সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

একই দিন ডব্লিউএফএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে অধ্যাপক ইউনূস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানান এবং একটি ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, "ক্ষুধা কোনো অভাবের কারণে নয়, এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা। আমাদের এই ব্যবস্থা বদলাতে হবে।"

প্রথম প্রস্তাবে তিনি বলেন, "যুদ্ধ বন্ধ করুন, সংলাপ শুরু করুন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করুন" এর মাধ্যমে ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র ভাঙতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে ইউনূস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর টিকে থাকার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে হবে।

তৃতীয় প্রস্তাবে তিনি আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠনের মাধ্যমে খাদ্য সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।

চতুর্থ প্রস্তাবে তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন ও বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে সহায়তা করার ওপর গুরুত্ব দেন তিনি।

পঞ্চম প্রস্তাবে ইউনূস বলেন, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বাণিজ্যনীতিকে খাদ্য নিরাপত্তার সহায়ক করতে হবে, বাধা নয়।

ষষ্ঠ প্রস্তাবে তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে, বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×