ব্রাহ্মণপাড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মো. রবিন হোসেন (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শশীদল বিওপি।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।
শশীদল বিওপির জেসিও নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়নপুর এলাকার মেইন পিলার ২০৫৮/৬ এসের নিকটবর্তী মাজারের সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করে। সে সময় তিনি বাংলাদেশ সীমান্তের আনুমানিক ৩৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছিলেন।
গ্রেফতারকৃত রবিন হোসেন ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের মো. আব্দুল সালামের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, রবিন হোসেনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।