যশোরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


যশোরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা আড়াই কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

ঘটনাস্থল থেকে ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর একটি ট্রাকসহ চালক ও হেল্পারকে আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং নানা ধরনের কসমেটিকস।

আটক দুজন হলেন, মাগুরার হাজী রোড কলেজপাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং শিবরামপুরপাড়ার শুশান্ত কর্মকারের ছেলে হেল্পার অন্তর কর্মকার (২৯)।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে সন্দেহজনকভাবে থামানো হয় ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর একটি ট্রাক। পরবর্তীতে তল্লাশিতে ট্রাক থেকে পাওয়া যায় ১ হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ২টি মোটরসাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩টি ওষুধ এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ও হেল্পার স্বীকার করেছেন যে, বেনাপোল নামাজ গ্রামের মো. বাবুলের ছেলে মো. বিল্লাল (৩২)-এর সঙ্গে ২০ হাজার টাকার বিনিময়ে এসব মালামাল ঢাকার মিরপুরে পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছিল।

ঘটনার পর আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×