পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার


পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রের বাবা পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামে।

পুলিশের ভাষ্যমতে, সোমবার গভীর রাতে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে রাকিবুল ইসলাম এক ছাত্রকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সেই সময় অভিযুক্ত শিক্ষক ছাত্রটির মুখে বালিশ চাপা দিয়ে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন। ঘটনার পর ছাত্রটি তার বাবাকে বিষয়টি জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহায়তায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিবুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×