ধানমন্ডি থেকে গ্রেপ্তার পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন


ধানমন্ডি থেকে গ্রেপ্তার পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক হত্যা ও দুর্নীতির মামলার পলাতক আসামি ছিলেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এরপর রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. জসিম উদ্দিন।

পুলিশ জানায়, ২০২৩ সালের ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ করেন বাড্ডার ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু। আদালতের নির্দেশে ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা রুজু হয়, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১২০ জনকে আসামি করা হয়। মামলার ১৩ নম্বর আসামি ছিলেন মহিউদ্দিন আহমেদ।

এছাড়া ২০২২ সালের ৬ অক্টোবর সরকারি খাল দখল নিয়ে বিরোধের ঘটনায় পটুয়াখালীর বেপারিবাড়ী এলাকায় নদী রক্ষা কমিশনের উপস্থিতিতে জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানকে মারধর করেন মহিউদ্দিন। কয়েক ঘণ্টা পর ওই এলাকার শ্মশানঘর থেকে মাকসুদের মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহতের ভাতিজা এনাহক হক তালুকদার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহিউদ্দিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

এছাড়া দুর্নীতির অভিযোগেও মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত চলছে। ৫ আগস্টের পর ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে তার বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলার তদন্ত শুরু হয়। সম্প্রতি দুদকের একটি প্রতিনিধি দল পটুয়াখালী গিয়ে তার স্থাবর-অস্থাবর সম্পদের তদন্ত সম্পন্ন করেছে। পাশাপাশি এলজিইডি অফিসে তার বিরুদ্ধে আরেকটি দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×