মতিঝিলে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৫৬ এম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মতিঝিল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আমজাদ হোসেন বুখারী ও মাহদী হাসান। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা গেছে, তারা মেট্রোরেলের ৬১৭ নম্বর পিলারের গায়ে "হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশ" নামে উসকানিমূলক পোস্টার লাগাচ্ছিল। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাদের। ঘটনাস্থল থেকে ২০টি উসকানিমূলক পোস্টার উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭-৮ জন পালিয়ে যায়।
উদ্ধারকৃত পোস্টারগুলোর একটিতে লেখা ছিল: “হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হিযবুত তাহরীরের সক্রিয় সমর্থক। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।