আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. বাবলু (৪০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে। আহত অবস্থায় বাবলুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবলু আগারগাঁও তালতলা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে এবং ওই এলাকায় চা বিক্রি করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজন আব্দুর রউফ জানান, বাবলু প্রতিদিনের মতো ফুটপাতে একটি টং দোকানে চা বিক্রি করছিলেন। ওই সময় প্রতিপক্ষের লোকজন তার দোকান উচ্ছেদ করে জায়গাটি দখল করতে চায়। তখন রবিউল নামে একজন বাবলুর মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গণঅধিকার পরিষদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি পক্ষ ফুটপাত দখল করে সেখানে অফিস করেছে, অন্য পক্ষ তা অপসারণ করতে চায়। এ নিয়ে দুই পক্ষের বিরোধে মারামারির সময় এক ব্যক্তি আহত হন এবং পরে মারা যান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×