চট্টগ্রামে ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিকদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের নির্দেশ সিভিল সার্জনের


চট্টগ্রামে ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিকদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের নির্দেশ সিভিল সার্জনের

চট্টগ্রাম সিটিতে অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকদের সাথে মত বিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়

সোমবার (৯ ডিসেম্বর) সকালে বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাক্তার একেএম ফজলুল হকের সভাপতিত্বে এ সভা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টহগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসাপাতালের সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ সৃষ্টি তথা জনসাধারণকে উন্নতর সেবা প্রদান নিশ্চিত করা বাধ্যতামূলক।’

কর্মরত চিকিৎসকসহ সব স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশনা প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ জানান সিভিল সার্জন। 

তিনি আরো বলেন, ‘হাসপাতালের প্রবেশপথ, বহিরাঙ্গন, আউটডোর ও ইনডোর সহ ওয়ার্ড এবং শৌচাগার ইত্যাদিতে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।’

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি জন্য ও ডেঙ্গু রোগীদের প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের গুরুত্বারোপ করেন সিভিল সার্জন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের মো. আবদুল মোকালিব, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডাক্তার এটিএম রেজাউল করিম প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×