যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক


যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যেখানে আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও তার প্রক্রিয়া।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার, ২২ অক্টোবর, রাজধানীর একটি হোটেলে দুপুরবেলা। এতে এনসিপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, "বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।"

তিনি আরও জানান, প্রতীক বরাদ্দ ও তা ঘিরে নির্বাচন কমিশনের আচরণে এনসিপি সন্তুষ্ট নয়। তবে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে আইআরআই প্রতিনিধিদের আশ্বস্ত করেছে তাদের দল। "কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান যোগ্য বলে আইআরআই প্রতিনিধি দলের কাছে আশা ব্যক্ত করেছে এনসিপি," জানান জাকারিয়া।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×