বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার: আইন উপদেষ্টা


বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার: আইন উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর দেখানো শ্রদ্ধা এবং সেনা সদস্যদের আনার পদ্ধতি অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আজ ট্রাইব্যুনালে ১৫ জন সেনা কর্মকর্তাকে উপস্থিত করা হয়েছে এবং তাদের জন্য আলাদা সাব-জেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন, ওনাদের নিয়ে আসা হয়েছে, সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুবই পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখছি।"

তিনি আরও জানান, সাব-জেলে রাখার বিষয়টি সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত এবং তারা যেটা উপযুক্ত মনে করবেন, সেটাই বাস্তবায়ন করা হবে। এই বিষয়ে কোনো উত্তর দেওয়ার জন্য তার অধিকার নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×