লাইসেন্স পেতে বাধ্যতামূলক হচ্ছে ৬০ ঘণ্টার ড্রাইভিং প্রশিক্ষণ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৫৪ পিএম, ২২ অক্টোবর ২০২৫

দেশে দক্ষ চালক তৈরির লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কমপক্ষে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলে সড়ক ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, "ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন হবে। এর মূল কাজ হবে প্রশিক্ষণ এবং তার জন্য যেসব আনুসঙ্গিক কমিটি আছে সেগুলো বাদ দেওয়া হবে।"
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স প্রদানের দায়িত্ব আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে থাকবে না। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি করাই হবে এই সংস্কারের প্রধান লক্ষ্য, যা সড়কে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
সরকার মনোনীত প্রতিষ্ঠান থেকেই ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রশিক্ষণ দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে। এসব প্রতিষ্ঠান থেকেই প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে।
নতুন প্রশিক্ষণ ব্যবস্থায় চালকদের জন্য দুই ধরনের প্রশিক্ষণ চালু করা হচ্ছে। এতে সড়কের সাইন বোঝা ও গাড়ির নিয়ন্ত্রণের কৌশল শেখানো হবে। পাশাপাশি শারীরিক সক্ষমতা যাচাই এবং ডোপ টেস্টও বাধ্যতামূলক থাকবে বলে জানান মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি আরও বলেন, “সম্ভব হলে আগামী মাসের মধ্যেই প্রশিক্ষণ শুরু করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী, সেতু সচিব মো. আবদুর রউফসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা।