শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস


শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস

২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক সংসদ সদস্য হাবিব উল ইসলাম হাবিবসহ ৪৪ জনকে হাইকোর্ট খালাস দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত উল্লেখ করেন যে, মামলার বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল।

আসামিপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান জানান, আসলে কোনো ঘটনার সত্যতা নেই; এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল।

এর আগে একই ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়ও আসামিরা খালাস পান। ওই মামলায় হাবিব উল ইসলাম হাবিবের ১০ বছরের সাজাও বাতিল করে দিয়েছিল হাইকোর্ট।

ঘটনাটি ঘটে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায়, যখন শেখ হাসিনা মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীর খোঁজখবর নিতে গিয়েছিলেন। কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে গুলিবর্ষণ, বোমাবিস্ফোরণ ও ভাঙচুর চালানো হয়।

এই ঘটনায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। বুধবার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×