কনটেন্ট নির্মাতাদের জন্য কঠোর নিয়ম আনছে টিকটক


কনটেন্ট নির্মাতাদের জন্য কঠোর নিয়ম আনছে টিকটক

টিকটক কনটেন্ট নির্মাতাদের জন্য কঠিন নিয়ম চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি গাইডলাইনে বড় পরিবর্তন আনছে বলে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্লগপোস্টে জানিয়েছেন গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার।

তিনি বলেন, নতুন নিয়মে প্রতিটি নীতির সংক্ষিপ্ত সারাংশ থাকবে, যাতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারেন কোন বিষয় অনুমোদিত আর কোনটি নয়। নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন গাইডলাইনে মিথ্যা তথ্য ছড়ানো বিষয়ে কঠোরতা বাড়ানো হচ্ছে। জুয়া, মদ, তামাক, মাদক ও অস্ত্র সংক্রান্ত নীতিমালা একত্র করা হয়েছে। বুলিং ও হয়রানি সম্পর্কিত নীতিতেও পরিবর্তন এসেছে।

এখন যেমন জরুরি পরিস্থিতি সম্পর্কিত ভিডিও যাচাই ছাড়া 'ফর ইউ ফিড'-এ দেখানো হয় না, ভবিষ্যতে বড় সংকট বা নাগরিক ঘটনার ভিডিওও একই নিয়মে নিষিদ্ধ থাকবে।

লাইভ চলাকালে যেকোনো অনিয়মের দায় নির্মাতার ওপর থাকবে। এমনকি ভয়েস-টু-টেক্সট টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য ছড়ালেও নির্মাতা দায় এড়াতে পারবেন না।

নতুন নীতিমালায় নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, প্রাপ্তবয়স্ক বিষয়, সততা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুশ্চিন্তা বা ভয় তৈরি করে এমন ভিডিও আর রিকমেন্ড করা হবে না।

অশ্লীল বা আক্রমণাত্মক মন্তব্য থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশনে নিচে সরিয়ে দেওয়া হবে। সন্দীপ গ্রোভার জানান, নির্মাতা, বিশেষজ্ঞ এবং পরামর্শক কাউন্সিলের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা বর্তমান ও নতুন গাইডলাইন একসঙ্গে তুলনা করে দেখে বুঝতে পারবেন কী পরিবর্তন আসছে এবং তা তাদের উপর কী প্রভাব ফেলবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×