আজ রাতেই বছরের শেষ সূর্যগ্রহণ


আজ রাতেই বছরের শেষ সূর্যগ্রহণ

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ আজ রাতেই ঘটতে যাচ্ছে। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, তবে বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। তবুও মহাজাগতিক এ বিরল দৃশ্য ঘিরে বিশ্বের মহাকাশপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ দেখা দিয়েছে।

চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করলে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। এ ঘটনাকেই বলা হয় সূর্যগ্রহণ, যা সাধারণত অমাবস্যায় নতুন চাঁদ ওঠার সময় ঘটে।

বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময়সূচি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে। শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।

বাংলাদেশ থেকে সরাসরি দেখা না গেলেও আন্তর্জাতিক সম্প্রচার ও অনলাইন প্ল্যাটফর্মে এটি উপভোগ করা যাবে।

কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে?

নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে।

আইএসপিআর জানিয়েছে, গ্রহণ শুরু হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৫৩ মিনিটে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে সকাল ১০টা ১৩ মিনিটে। গ্রহণ শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিটে।

এবারের সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×