আইফোনে এলো ১৭ সিরিজ


আইফোনে এলো ১৭ সিরিজ

সেপ্টেম্বর মানেই নতুন আইফোন। বিশ্বের কোটি ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। দ্বিতীয় সপ্তাহে আয়োজিত বহুল আলোচিত এ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বিশ্বমঞ্চে প্রকাশ করলেন চারটি মডেল— আইফোন ১৭, ১৭ এয়ার, ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স। এ বছর প্রথমবারের মতো ‘এয়ার’ সংস্করণ যুক্ত হলো সিরিজে, যা প্লাস ভার্সনের বিকল্প হিসেবে এসেছে।

নতুন কী সুবিধা

আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেলে যুক্ত হয়েছে প্রমোশন প্রযুক্তি ও ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সুবিধা দেবে। রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে এবং সর্বোচ্চ তিন হাজার নিটস উজ্জ্বলতা। স্ক্রিনের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে নতুন সিরামিক শিল্ড-টু, যা আগের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধ করতে সক্ষম।

শক্তিশালী অভ্যন্তর

অ্যাপল এবার সব মডেলে যুক্ত করেছে সর্বশেষ এ১৯ চিপ। এতে রয়েছে সিক্স-কোর সিপিইউ এবং ৫-কোর জিপিইউ, যা আগের যেকোনো প্রজন্মের তুলনায় দ্রুত এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। গেমিং অভিজ্ঞতা হবে আরও উন্নত, আর সবচেয়ে বড় সংযোজন হলো অ্যাপল ইন্টেলিজেন্স ভিত্তিক এআই সাপোর্ট, যা নতুন আইফোনকে আরও বুদ্ধিমান করে তুলবে।

ক্যামেরায় ডুয়াল ফিউশন

ক্যামেরা প্রযুক্তিতেও এসেছে বড় পরিবর্তন। প্রতিটি মডেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল ফিউশন আলট্রাওয়াইড লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। একসাথে এ সিস্টেমকে বলা হচ্ছে ডুয়াল ফিউশন। অ্যাপল জানায়, আগের মডেলের তুলনায় চার গুণ উন্নত রেজ্যুলেশন দেবে নতুন আলট্রাওয়াইড সেন্সর।

সামনের ক্যামেরায় যুক্ত হয়েছে বৃহত্তর ও বর্গাকার সেন্সর, যা না ঘুরিয়েই সহজে ছবি তোলার সুবিধা দেবে। এটি সর্বোচ্চ ১৮ মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম এবং ভিডিও ধারণে আগের তুলনায় উন্নত পারফরম্যান্স দেবে।

ব্যাটারি ও স্টোরেজ

ব্যাটারি লাইফ আগের তুলনায় আরও দীর্ঘ হয়েছে। আইফোন ১৬ সিরিজের চেয়ে ৮ ঘণ্টা বেশি ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে নতুন মডেলগুলো। মাত্র ২০ মিনিটে ৫০% চার্জ হওয়ার সুবিধা থাকছে। স্টোরেজের প্রাথমিক সংস্করণ শুরু হবে ২৫৬ জিবি থেকে।

দাম ও প্রাপ্যতা

যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ প্রো শুরু হবে ১,০৯৯ ডলার থেকে, আর প্রো ম্যাক্সের দাম শুরু হবে ১,১৯৯ ডলার থেকে। প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে এবং বাজারে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে। অনলাইন ও রিটেইল স্টোর— উভয় মাধ্যমেই পাওয়া যাবে নতুন ডিভাইস।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×