বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া
- প্রযুক্তি ডেস্ক
- প্রকাশঃ ১১:০৯ এম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজ আর কেবল গবেষণার বিষয় নয়, বরং দৈনন্দিন জীবন থেকে মহাকাশ অভিযানে পর্যন্ত এর ব্যবহার বিস্তৃত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এক নতুন ইতিহাস গড়ল আলবেনিয়া। দেশটি বিশ্বের প্রথম এআই-চালিত ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে।
সম্পূর্ণ কোড ও পিক্সেলে তৈরি এই ভার্চ্যুয়াল মন্ত্রীর নাম ‘ডিয়েলা’। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তার মূল দায়িত্ব হবে সরকারি ক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ এবং ব্যয়ে দুর্নীতি কমানো।
প্রধানমন্ত্রী এদি রামা চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, একদিন আলবেনিয়ায় এআই-চালিত মন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রীও দেখা যাবে। সেই ঘোষণা বাস্তবে রূপ নিল ডিয়েলার মাধ্যমে। রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে নাগরিকদের সঙ্গে এই ভার্চ্যুয়াল মন্ত্রীর পরিচয় করিয়ে দেন তিনি।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ডিয়েলা শুধু সরকারের ক্রয় প্রক্রিয়া নয়, বরং সরকারি-বেসরকারি চুক্তির পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় অনুমোদনেও ভূমিকা রাখবে। পাশাপাশি ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের নানা সরকারি সেবা দেওয়ার কাজও শুরু করেছে এই এআই মন্ত্রী। ভয়েস কমান্ডের মাধ্যমে জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ করাও তার অন্যতম দায়িত্ব।
আন্তর্জাতিক অঙ্গনেও আলবেনিয়ার এই পদক্ষেপ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ডিয়েলার কাজের নিরপেক্ষতা নিশ্চিত করতে কী ধরনের নজরদারি বা সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এদিকে দক্ষিণ এশিয়াতেও এআই নিয়ে আগ্রহ বাড়ছে। সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো এআই-চালিত সংবাদ উপস্থাপিকা ‘অপরাজিতা’কে পরিচয় করানো হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস