গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না


গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না

যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় গুগল জয়ী হয়েছে। ওয়াশিংটনের একটি আদালত রায় দিয়েছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে ডেটা শেয়ার করতে হবে।

মঙ্গলবার বিচারক অমিত মেহতা বলেন, গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অ্যাপলের সঙ্গে করা চুক্তি বজায় রাখতে পারবে। এর ফলে গুগলকে অ্যাপলকে প্রতি বছর দেওয়া অর্থ চালিয়ে যেতে হবে।

বিশ্লেষকদের মতে, গুগল বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার দিয়ে অ্যাপলকে আইফোনে ডিফল্ট সার্চ হিসেবে থাকার সুযোগ দেয়। রায়ের পর অ্যালফাবেটের শেয়ার দাম ৭ শতাংশ বৃদ্ধি পায়, আর অ্যাপলের শেয়ারও প্রায় ৩ শতাংশ বেড়ে যায়।

এই মামলা প্রায় পাঁচ বছর ধরে চলছে। গত বছর আদালত রায় দিয়েছিল, গুগলের অনলাইন সার্চ ও বিজ্ঞাপন ক্ষেত্রে একচেটিয়া প্রভাব রয়েছে। তবে শাস্তি নির্ধারণে এবার বিচারক কিছুটা নরম অবস্থান নিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে গুগলের জন্য নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে উদ্ভূত হচ্ছে।

রায়ের ফলে গুগলের বিজ্ঞাপন খাতে প্রতিদ্বন্দ্বীদের অবস্থান শক্ত হবে। ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে না হওয়ায় বিনিয়োগকারারা স্বস্তি পেয়েছেন।

এআইভিত্তিক প্রতিষ্ঠান যেমন ওপেনএআই, যারা চ্যাটজিপিটি তৈরি করেছে, এখন গুগলের শেয়ার করা তথ্য ব্যবহার করে নিজেদের সার্চ ইঞ্জিন বা চ্যাটবট আরও উন্নত করতে পারবে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, তারা রায়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করছে। অন্যদিকে গুগল দাবি করেছে, ডেটা ভাগ করলে ব্যবহারকারীর গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। বিশ্লেষকরা মনে করছেন, মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে।

গুগল শুধু সার্চ খাতে নয়, অন্যান্য মামলারও মুখোমুখি রয়েছে। সম্প্রতি ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মামলা শেষে গুগলকে তাদের অ্যাপ স্টোরে পরিবর্তন আনতে বলা হয়েছে। এছাড়া বিজ্ঞাপন প্রযুক্তি খাতে একচেটিয়া ক্ষমতা নিয়ে আরেকটি মামলা শুরু হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে মেটা, অ্যামাজন ও অ্যাপলের বিরুদ্ধে আরও বড় মামলা চলছে, যা প্রযুক্তি খাতে একচেটিয়া আধিপত্য ভাঙার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×