প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত: মিথিলা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩২ এম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয়ের পাশাপাশি সামাজিক ও একাডেমিক কার্যক্রমেও নিয়মিত সক্রিয়। ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা দিক প্রায়ই শেয়ার করেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবার নিজের জীবনের এক আনন্দঘন মুহূর্তের খবর জানালেন মিথিলা। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেসবুকের ভেরিফায়েড পেজে একাধিক ছবি পোস্ট করে তিনি জানান, প্রশ্নের উত্তর দিতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
ছবিগুলোতে দেখা যায়, তিনি অবস্থান করছেন তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাপশনে মিথিলা লিখেছেন, আমার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে ভরে গেল মনটা। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজ-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপনের সুযোগ পেয়েছি।
তিনি আরও লিখেছেন, লিঙ্গ ও প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপনের সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে। তাদের খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিথিলা ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে তার পিএইচডি থিসিস ডিফেন্স সম্পন্ন করেছেন।