বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫২ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ।
২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরুতেই ভাঙনের মুখে পড়ে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ম্যাচের পঞ্চম ওভারে ওপেনার এথানেজকে এলবিডব্লিউ আউট করে প্যাভিলিয়নে ফেরান। ওয়েস্ট ইন্ডিজ তখন মাত্র ১৬ রানে।
পরের ওভারে আবারও নাসুমের আঘাত, এবার শিকার আকিম আগুস্তে। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ ব্যবহার করে নাসুম দ্বিতীয় উইকেট তুলে নেন। স্কোর যখন ৩৫, তখন নাসুম ব্রেন্ডন কিংকে বোল্ড করে তৃতীয় উইকেটও পান।
দলীয় ৩৫ রানে তিন উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ আরও ব্যাটিং করতে পারেনি। ৬৭ রানে তাদের সাতজন ব্যাটার সাজঘরে ফেরেন এবং অবশেষে টেনেটুনে অলআউট হয়ে ১১৭ রান সংগ্রহ করে।
বাংলাদেশের বল হাতে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন। তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংস শুরু করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। প্রথম ১০ ওভারেই তারা ৭৪ রান তুলেন। পাওয়ার প্লে শেষে দুজনের মারকুটে ব্যাটিংতে বাংলাদেশের ব্যাটাররা ফিফটি পান। সাইফ ৮০ রানে এবং সৌম্য ৯১ রানে সাজঘরে ফেরেন।
এক সময় ইনিংসের ২২ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ছিল ১৬০। এরপর ওপেনারদের বিদায়ের পর দলের কিছু ব্যাটার পুরোনো স্বভাব ফিরিয়ে আনে। স্কোর যখন ২৬১, তখন সাতজন ব্যাটার সাজঘরে। শেষ পর্যন্ত অধিনায়ক মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে।
ব্যাট হাতে সাইফ হাসান ৭২ বলে ৮০ রান, সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান এবং নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৪৪ রান করেন।