মিরপুরে ব্যাটিং বিপর্যয়ে রিশাদের রেকর্ড ঝড়, ইতিহাস গড়লেন ২৭৮ স্ট্রাইক রেটে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫

মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে রান তোলা ছিল যেন পাহাড়চূড়ায় ওঠার মতো কঠিন কাজ। ইনিংসের শুরুতে সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ কিছুটা সময় নিয়ে সেট হলেও, প্রয়োজনীয় গতি আনতে পারেননি কেউই। উইকেটের ধীর আচরণে ব্যাটারদের ব্যর্থতার মাঝে শেষদিকে এসে একাই ম্যাচের চিত্র বদলে দেন রিশাদ হোসেন।
নবম নম্বরে নেমে রিশাদ ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ১৪ বলে গড়েন ৩৯ রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ছিল সমান তিনটি করে চার ও ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৭৮—যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।
দেশের হয়ে অন্তত ১০ বল খেলে এমন ইনিংসে এত উচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করার নজির আর কারও নেই। এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের দখলে।
২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ১৬ বলে ২৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৪ রান। আর ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একই স্ট্রাইক রেটে ৪৪ রান করেছিলেন সাকিব।
আজকের ম্যাচে ৪৬তম ওভারে নুরুল হাসান সোহান আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর ছিল ১৬৩। তখন দুইশ রানের লক্ষ্যটিও অনেক দূরের মনে হচ্ছিল। কিন্তু রিশাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুহূর্তেই পাল্টে যায় চিত্র। অপরাজিত থেকে ১৪ বলে ৩৯ রানের ঝড় তোলেন তিনি। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত মিরাজও ছিলেন দৃঢ়; অধিনায়ক খেলেন ৫৮ বলে ৩২ রানের ইনিংস।
রিশাদের সেই ইনিংস শুধু দলকে প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দেয়নি, বরং নতুন ইতিহাসও লিখে দিয়েছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে।