ক্যাচ ফেলে সুপার ওভারে হারল বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫০ পিএম, ২১ অক্টোবর ২০২৫

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার ঘটে গেল এক বিরল ওয়ানডে ঘটনা। ম্যাচের শেষ বলে ক্যাচ ধরতে পারলে বাংলাদেশ জিতত, কিন্তু সোহান সেটি ক্যাচ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজও শেষ পর্যন্ত জেতেনি। ফলে ম্যাচ টাই হয়ে সিরিজও সমতা ১-১-এ পৌঁছেছে।
সুপার ওভারে বাংলাদেশের দারুণ ক্যাচের পরও, একটি ক্যাচ ফেলার কারণে ক্যারিবীয়রা ১১ রানের লক্ষ্য দিয়েছে। ওভারের মধ্যে ওয়াইড ও নো বলের সাহায্যে বাংলাদেশ ১ বল হাতে ৫ রান পেয়েও শেষ পর্যন্ত মাত্র ১ রানে হেরেছে।
ম্যাচে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ২১৩ রানে আউট হয়। সেখান থেকে স্পিনারদের জালে পড়ে প্রথম ৪ উইকেট ৯৬ রানে হারায় দল। ক্রমশ ফিরে যান সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কনরা (১৭)। তবে সৌম্য সরকার ৮৯ বল খেলে ৪৫ রান করে দলের ভরসা হয়ে দাঁড়ান।
দলের দুইশ’ রানের মাইলস্টোনে অবদান রাখেন মিরাজ, নুরুল হাসান ও ক্যামিও ইনিংস খেলা রিশাদ হোসেন। রিশাদ ১৪ বলে ৩৯ রান করেন, তিনটি চার ও একটি ছক্কা হাঁকান। সোহান ২৪ বলে ২৩ রান যোগ করেন। নাসুম ১৪ এবং মিরাজ ৫৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
জবাবে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারেই একটি উইকেট হারায়। তবে শেই হোপ ও জাস্টিন গ্রেভস ৪৪ রানের জুটি গড়ে ম্যাচকে কঠিন করে তোলে। গ্রেভস ২৬ রান করে আউট হওয়ার পরও হোপ অপরাজিত থাকেন ৬৭ বলে ৫৩ রান করে। তিনি চারটি চার মারে। শেষ ওভারে সাইফ মুমিন একটি উইকেট নেন এবং শেষ বলে ৩ রান রাখতে সক্ষম হন। খেরি পেরি ক্যাচ দিলেও সোহান সেটি নিতে পারেননি।
বাংলাদেশের অধিনায়ক মিরাজ ব্যতীত চার স্পিনারই উইকেট নেন। রিশাদ হোসেন তিনটি, নাসুম ও তানভীর দুটি করে উইকেট নেন। সাইফ মুমিন নেন একটি উইকেট। মিরাজ ১০ ওভারে ৩৮ রান দিয়ে উইকেট না নিলেও দলের স্পিন ত্রিফলা ম্যাচে লড়াই ধরে রাখে। মুস্তাফিজ ৮ ওভারে ৪০ রান দেন।
ওয়ানডে ক্রিকেটে এই ধরনের শেষ মুহূর্তের নাটক বিরল। মিরপুরে ম্যাচটি শুধু রেকর্ড নয়, দর্শকদের জন্যও উত্তেজনাপূর্ণ এক খেলা হয়ে রইল।