সাকিব জানালেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার কারণ


সাকিব জানালেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার কারণ

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট (এমআইএলসি) খেলায় আটলান্টা ফায়ারের নেতৃত্বে প্রথম শিরোপা জয় করে খেলার এক নতুন অধ্যায় শুরু করেছেন সাকিব আল হাসান। এ উপলক্ষে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে বিশেষ আলাপকালে তিনি নিজের জীবন ও ক্যারিয়ারের নানা দিক সম্পর্কে কথা বলেছেন।

রাজনীতির টানাপোড়েন ও বিতর্কের মাঝেও সাকিব নিজের স্বতন্ত্র পথেই এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তিনি একটি শুভেচ্ছা পোস্ট করেছিলেন, যা কিছু দর্শকের কাছে রাজনৈতিক বক্তব্য হিসেবে গৃহীত হয়েছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, “মানুষের নিজের মতামত থাকতে পারে, আমি যাদের কাছের মানুষ তাদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল।”

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় সাকিব নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বিভিন্ন সমালোচনার কারণ হয়। কেউ তাকে ভীতু হিসেবে আখ্যায়িত করেছে, আবার কেউ জনগণের শত্রু বলেছে। এমনকি কানাডায় খেলার সময় কিছু দর্শক তার বিরুদ্ধে গালাগালি করেছিল, যা পরে ভাইরাল হয়।

এই বিষয়টি নিয়ে সাকিব জানান, “আমার মনে হয় জুলাইয়ের সময়টায় কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে। হয়তো দেশের মানুষ আমার থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি ঐ পরিস্থিতিতে ছিলাম না তা করার জন্য। দেশ থেকে এত দূরে থাকায় দেশের পরিস্থিতি সম্পর্কেও পুরোপুরি জানা আমার পক্ষে সম্ভব ছিলো না।”

তিনি আরও বলেন, “ঐ একটামাত্র সময়ই তারা আমার বিরোধিতা করে, আমিও তাদের দৃষ্টিকোণ হিসেব করলে বুঝি বিষয়টা, সম্মানও করি তাদের রাগ। কিন্তু আমার অনুশোচনা নেই তা নিয়ে। আমার মনে হয় মানুষও আমার সিচুয়েশন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে।”

সাকিব এই পর্যন্ত কোন ফরম্যাট থেকেই অবসর নেননি বলে জানিয়েছেন। তিনি জানান, “আমি কোনো ফরম্যাট থেকেই অবসর নিইনি। সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশে আবার খেলতে চাই। বিদায়টা হোক ঢাকার মাঠে, আমার ভক্তদের সামনে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×