তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হবেন: আলতাফ হোসেন চৌধুরী


তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হবেন: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, “ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল ১৬ বছর। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে আমরা রাজপথে নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।”

তিনি জানান, বিএনপি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, “ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×