মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর জয়ের মাত্র তিন দিন পর নরওয়ের রাজধানী অসলোতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। যদিও সরকার বলছে, এটি প্রবাসী সেবা পুনর্গঠনের অংশ— মাচাদোর নোবেল প্রাপ্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের সেবা কাঠামো পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেই দূতাবাস বন্ধ করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলা তাদের দূতাবাস বন্ধ করেছে, কিন্তু এ সিদ্ধান্তের কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি ঘোষণা দেয়— ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকারের পক্ষে নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া কোরিনা মাচাদোকে দেওয়া হচ্ছে এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার।
তবে মাচাদোর নোবেল জয় ভালোভাবে নেয়নি মাদুরো প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে “পৈশাচিক ডাইনি” বলে আখ্যা দিয়েছেন।
নরওয়ে এ ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছে, “ভেনেজুয়েলার দূতাবাস বন্ধের বিষয়টি দুঃখজনক। মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা আলোচনার পথ খোলা রাখতে চাই।”
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নরওয়েজিয়ান সরকারের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।”
১২ বছরেরও বেশি সময় ধরে নিকোলাস মাদুরোর স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন মাচাদো। গত বছরের নির্বাচনে তিনি বিরোধী দলগুলোর ঐক্য গড়ে তোলেন, যদিও ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যেই মাদুরো পুনর্নির্বাচিত হন।
নির্বাচনের পরপরই মাচাদোকে গ্রেপ্তার করা হয়, তবে পশ্চিমা চাপের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয় মাদুরো সরকার। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হয়, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়েছেন।
সূত্র: বিবিসি